হুগলি , ৫ জানুয়ারি:- মৃতদেহ জিটি রোডে রেখে অবরোধ বিজেপির, অবরোধ তুলতে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। গতকাল সকালে দোকান খোলার সময় হৃদরোগে আক্রান্ত হন অশোক কুমার দাস (৫৩) নামে এক মুচি। আজ শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের জানিয়েছে শেওড়াফুলি উদয়ন সিনেমা হলের সামনে গত ৪০ বছর ধরে জুতো সেলাই এর দোকান ছিল তার।তবে কয়েক বছর ধরে সেই জায়গায় পিছনে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। অভিযোগ সেই ফ্ল্যাট তৈরির জন্য তার দোকান ভেঙে দেয় প্রোমোটার। তারপর সেখানে অশোক কুমার দাস একটি ছাতা খাটিয়ে নিজের জীবিকা চালানোর চেষ্টা করেন। তবে তারপর থেকেই ক্রমাগত তাকে তুলে দেবার হুমকি দিতে থাকে প্রোমোটার বলে অভিযোগ। তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এরপর গতকাল তিনি দোকান খোলার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে। মৃতদেহ নিয়ে এসে সন্ধায় জিটি রোড অবরোধ করে বিজেপি শেওড়াফুলি মন্ডলের নেতা কর্মীরা। তাদের দাবী এই মৃত্যুর পিছনে প্রোমোটার রাজের হাত রয়েছে। তাদের দাবী ওই প্রোমোটারকে সঠিক ক্ষতিপূরণ ও ন্যায় বিচার দিতে হবে। এই ঘটনার অভিযোগ দায়েরও করা হয় শেওড়াফুলি ফাঁড়িতে।অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় জিটি রোডে। প্রায় ঘন্টা খানেক আবরোধের পর পুলিশ এসে অবরোধকারীদের হঠাতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায়। চ্যাঙদোলা করে বিজেপি সমর্থকদের হঠায় পুলিশ। অন্য দিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রোমোটার জানান এই বিষয়ে তার কিছু জানা নেই। তিনি বাইরে বেড়াতে গিয়েছিলেন।