এই মুহূর্তে জেলা

দিনহাটায় ভয়াবহ আগুনের পুড়ে ছাই পাঁচটি বাড়ি , চাঞ্চল্য।

কোচবিহার , ৪ জানুয়ারি:- ফের অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে, দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট সংলগ্ন পিকনিধারা এলাকায়। জানা যাচ্ছে, ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে পাঁচটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় পাঁচটি বাড়িতে। কিছুক্ষণের মধ্যে ওই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জের এই ঘটনাটি ঘটেছে। এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, পাঁচটি বাড়িতে সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগে সব পুড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জেনেছি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারা আমাদের দলের কর্মী। সোমবার তাদের বাড়িতে যাব। সেখানে আমাদের কর্মীর আগুন নেভানোর কাজ করছেন।