কলকাতা , ২ জানুয়ারি:- ভোটের আগে রাজ্যে আসা ভিভিআইপিদের নিরাপত্তার দিকে নজর দিতে রাজ্যে আরো ২ কোম্পানি অধাসেনা মোতায়েন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত ওই বাহিনী রাজ্যেই থাকবে। দুর্গাপুর ও খড়গপুরে এই বাহিনীর জওয়ানদের রাখা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
যখন যেখানে প্রয়োজন পড়বে ওই বেস ক্যাম্প থেকে বাহিনীকে সেখানে পাঠানো হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে বার্তা দিতেই ভোটের এতটা আগে থেকে রাজ্যে বাহিনী পাঠানো হচ্ছে। গত সভায় নাড্ডার কনভয় হামলার পরই আইপিএস বদলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বিবাদে জড়িয়েছে রাজ্য। এর ফলেই বাহিনী পাঠিয়ে এবার রাজ্যকে বার্তা দিতে চেয়েছে তারা। কিন্তু ভোটের আগে রাজ্যে বাহিনী আসা নতুন কিছু নয়। প্রত্যেক নির্বাচনেই আসে বাহিনী। এ বারও তাই ব্যতিক্রম কিছু নয়।