হাওড়া , ৩১ ডিসেম্বর:- কয়লা ও গরু পাচার কাণ্ডে যুক্ত এই অভিযোগে প্রভাবশালী যুব তৃণমূল নেতার বাড়ি অফিসে সিবিআই তল্লাশি নিয়ে বছরের শেষ দিনেও চড়ল উত্তেজনার পারদ। এদিন কলকাতার তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি চলে। এই ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়ে বিজেপি। রাজনৈতিক তরজা শুরু হয়। এই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে হাওড়ায় পাল্টা প্রতিক্রিয়া দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন, “পলিটিক্যাল ভ্যানডেটা ( রাজনৈতিক প্রতিশোধ ) বলেতো একটা জিনিস আছে। ওরাতো বলেইছিল ডিসেম্বরের পর থেকে সিবিআই দিয়ে সবাইকে তোলাবে। একদিন দেখবেন আমাকেও তুলিয়ে নিচ্ছে। আপনাকেও তুলিয়ে নিচ্ছে।
যারা যারা তৃণমূলে আছে সবাইকে সিবিআই দিয়ে তুলিয়ে নিচ্ছে। মিডিয়ার লোকও যদি তৃণমূলে থাকে তাকেও তুলিয়ে নেবে এটা চিন্তা করার কিছু নেই। এটা পলিটিক্যাল ভ্যানডেটা। পলিটিক্যাল ভ্যানডেটার উপরেই এসব চলবে।” উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিল আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার হাওড়ার বালি সাঁপুইপাড়া বসুকাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ওই মন্তব্য করেন।