হাওড়া , ৩১ ডিসেম্বর:- বৃহস্পতিবার বর্ষবরণের রাতে এবং শুক্রবার নিউ ইয়ারে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমকেও নামানো হচ্ছে। থাকবে র্যাফ। বর্ষবরণের রাত এবং পয়লা জানুয়ারির সেলিব্রেশনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাওড়া সিটি পুলিশ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই দু’দিন যাতে হাওড়া শহরে বড় কোনও ঘটনা না ঘটে তারজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তারা। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, এই দু’দিন শহরের বিশেষ বিশেষ স্থান, মল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ পিকেট থাকবে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
হেভি রেডিও ফ্লাইং স্কোয়ার্ড এর দুটি টিম ও রেডিও ফ্লাইং স্কোয়ার্ডের চারটি টিমকে নামানো হচ্ছে। যদি কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে পুলিশের মোটর সাইকেল মোবাইল টিম ও অ্যান্টি রাউডি টিম দ্রুত ঘটনাস্থলে যাবে। পাশাপাশি মহিলা পুলিশের শক্তিবাহিনীও প্রস্তুত থাকবে যাতে মহিলাদের কেউ ইভটিজিং বা অন্য কোনও অসৎ উদ্দেশ্যে বিরক্ত করতে না পারে। এছাড়াও থাকছে পুলিশের কন্ট্রোল বুথ। হাওড়া সিটি পুলিশ সূত্রে আরও জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে চলছে নাকা চেকিং। যারা ট্রাফিক আইন না মেনে গাড়ি চালাবে কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে তাদের সেই কাজে বিরত করা হবে ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।