কলকাতা,৩০ ডিসেম্বর;- রাজ্যপাল জগদীপ ধনকর এর অপসারণ দাবি করে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। কলকাতা তৃণমূল কংগ্রেস ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় জানান, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের তরফ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে, রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে জগদীপ ধনকর যেভাবে বারংবার তার সংবিধান নির্দিষ্ট সীমাকে অতিক্রম করছেন তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। সুখেন্দু শেখর বাবু অভিযোগ করেন বর্তমান রাজ্যপাল যে ভূমিকা গ্রহণ করেছেন তা নজিরবিহীন।
মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, আমলা সকলের এক্তিয়ারে রাজ্যপাল হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। এমনকি বিধানসভার স্পিকার, নির্বাচন কমিশন, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল এর মত সাংবিধানিক প্রতিষ্ঠান কাছেও তিনি নাক গলানোর চেষ্টা করছেন। এতে শুধুমাত্র সংবিধান নির্ধারিত ভূমিকা নয় এমনকি এ বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায় ও লঙ্ঘিত হচ্ছে বলে তার আরও অভিযোগ। এই সমস্ত বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি কে তার ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পর থেকে জগদীপ ধনকর কে সরিয়ে দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন বলে সুখেন্দু শেখর বাবু জানান।