এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর কার্ড বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।

কলকাতা , ২৮ ডিসেম্বর:- রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর কার্ড এ থাকা বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। চিকিৎসার খরচ এবং প্যাকেজ নিয়ে আপত্তি তুলে অনেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ এই কার্ড গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠায় স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম আজ বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করেন। বৈঠকে তিনি একজন সুবিধাভোগীকে এই কার্ডে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দিতে বিভিন্ন চিকিৎসার জন্য রাজ্যের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে যে খরচ বেঁধে দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে প্যাকেজের হার পরিবর্তন করলে সাধারণ মানুষকে পরিষেবা দিতে আর কোন সমস্যা হবে না বলে বিভিন্ন বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের তরফে জানানো হয়েছে বলে সূত্রের খবর।