এই মুহূর্তে কলকাতা

নন্দীগ্রামের জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি।

কলকাতা , ২৮ ডিসেম্বর:- আগামী সাত জানুয়ারি নন্দীগ্রামের প্রস্তাবিত জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি। তবে মমতা যোগ না দিলেও ওই দিন তৃণমূলের ডাকা জনসভা আয়োজিত হবে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুব্রত বক্সি এবং তৃণমূলের অন্য নেতারা অবশ্য যোগ দেবেন ওই সভায়। মমতার না যাওয়ার কারণ হিসাবে এখনও প্রকাশ্যে কোনও কিছু জানায়নি তৃণমূল নেতৃত্ব। ক্ষমতায় আসার পর থেকেই আগামী সাত জানুয়ারি নন্দীগ্রাম শহিদ দিবস হিসাবে বরাবরই পালন করে এসেছে তৃণমূল কংগ্রেস। কারণ মমতার রাজ্যের মসনদ দখলে অন্যতম ভূমিকা ছিল নন্দীগ্রামেরই।

সেই নন্দীগ্রাম শহিদ দিবসে মমতা ব্যানার্জির হঠাৎ করে না যাওয়ার ঘোষণার মধ্যে কোনও গূঢ় কূটনৈতিক কারণ আছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। সাত জানুয়ারি তৃণমূলের সভার পরদিন আট জানুয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেই পাল্টা সভা করবেন। স্বভাবতই মমতা এবং শুভেন্দুর পরপর সভা নিয়ে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠতে শুরু করেছিল। নন্দীগ্রাম কার্যত প্রায় বিভাজিত হয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপির পক্ষে। এর মধ্যে মমতার হঠাৎ করে না আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা নন্দীগ্রামের পক্ষে, অনুমান কূটনৈতিক বিশেষজ্ঞদের।