কলকাতা , ২৭ ডিসেম্বর:- বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি রবিবার বিকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখর এর সঙ্গে দেখা করেন। কলকাতার ইডেন গার্ডেন্স ঘুরে দেখার জন্য তিনি রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সৌরভ পরে সাংবাদিকদের জানান। মূলত রাজ্যপালের সঙ্গে এটি তার সৌজন্য সাক্ষাৎ বলেও দাবি করেছেন সৌরভ। এই নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। কিন্তু সঙ্গত ভাবেই তাতে জল্পনা থামেনি। তাদের মধ্যে প্রায় দুই ঘন্টা বৈঠকের পরে স্বাভাবিক ভাবেই অন্য তাৎপর্য খুঁজে চলেছে রাজনৈতিক মহল।পড়ে রাজ্যপাল এক টুইটে জানিয়েছেন সৌরভ আজ ইডেন গার্ডেনস যাওয়ার জন্য তাকে যে আমন্ত্রণ জানিয়েছেন তা তিনি গ্রহণ করেছেন। জানা গিয়েছে, এই সাক্ষাৎকার যে একেবারে পূর্ব নির্ধারিত তা নয়। দিনে দিনেই নেওয়া হয়েছে বৈঠকের সিদ্ধান্ত।
রাজভবন সৌজন্য সাক্ষাৎকার হিসেবে জানালেও প্রশ্ন উঠছে এই নিয়ে যে সাম্প্রতিককালে সৌরভকে রাজভবনে যেতে বা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়নি। তবে কয়েকমাস আগে সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। তখন জানা যায় যে স্কুল তৈরির জন্য যে জমি সরকার দিয়েছিল তা ফেরত দিতেই তিনি মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যদিও স্কুলের সেই জমি রাজ্য সরকার ফেরত নিয়ে এখনও সৌরভের হাতে তাঁর প্রাপ্য টাকা দেয়নি বলেই জানা গিয়েছে। এই জমি–জটের সমাধানসূত্র পেতেই কি এদিন সৌরভ–রাজ্যপাল বৈঠক ? তা অবশ্য পরিষ্কার নয়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তাঁর ওপর কোনও একটা রাজনৈতিক চাপ বর্তমানে রয়েছে। তবে কী ধরনের রাজনৈতিক চাপ তা কেউ খোলসা করে কখনও জানায়নি। তবে সৌরভ ঘনিষ্ঠদের মতে, সৌরভকে রাজনীতিতে নিয়ে আসার জন্য রীতিমতো তৎপর বিজেপি।