সুদীপ দাস , ২৫ ডিসেম্বর:- দুয়ারে সান্টা,বড়দিনের সান্টা হাজির হল সেইসব বয়স্ক অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা মানুষদের কাছে উপহার স্বরূপ সান্টা তুলে দিলো স্বাস্থ্য সাথী কার্ড। ভোটের মুখে ভোটের প্রচারের নানা মুখ শাসক দলের। এমনিতেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি, তারপর আরও একধাপ এগিয়ে এবার বড়দিনকে হাতিয়ার করে দুয়ারে সান্টার সঙ্গে হাজির প্রশাসনিক কর্মকর্তারা। আর সেই সান্টাক্লসের হাত দিয়েই প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া ‘স্বাস্থ্য সাথীর’ কার্ড। আজ চন্দননগর তালপুকুর ধার এলাকায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) প্রলয় মজুমদার, এবং চন্দননগর মহকুমা শাসিকা দেবারতী সরকারের ব্যাবস্থাপনায় এই কর্মসূচি পালিত হচ্ছে।
এলাকার প্রবীণ নাগরিক যারা, যাদের পক্ষে হয়তো সম্ভব হচ্ছেনা দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করা, তেমনি ব্যক্তিদের বাড়ি পৌঁছে সান্টার হাত দিয়ে তুলে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ড, এবং এর পাশাপাশি অন্য কোনো সমস্যা থাকলে সেটিকেও বিবেচনা করা হচ্ছে এই ভ্রাম্যমাণ দুয়ারে সরকার কর্মসূচির মধ্যে দিয়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবীণ নাগরিকরা, সরকারি ভাবে কোনো প্রকল্পই যে এই ভাবে বাড়ি বসে পাওয়া সম্ভব, সেটি তাদের কল্পনার বাইরে, তাই সেক্ষেত্রে এমন এক চিন্তাভাবনাতে রীতিমত আপ্লুত তারা।