এই মুহূর্তে জেলা

দলের দূর্নীতি নিয়ে আবারও বেসুরো সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

হুগলি , ২৪ ডিসেম্বর:- সামনেই কড়া নাড়ছে বিধানসভা ভোট। প্রত্যেকসময় কিছু না কিছু বিষয় নিয়ে তৃণমূল দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপি। এবার সরাসরি তৃণমূল দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুর ব্লকের সভাপতি নির্বাচন ঘিরে তার ক্ষোভের কথা আগেও প্রকাশ্যে জানিয়েছিলেন বিধায়ক। কিন্তু সেই বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় আজ আবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক। এদিন তিনি বলেন সিঙ্গুর ব্লকের সভাপতি করা হয়েছে গোবিন্দ ধারাকে। গোবিন্দ ধরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আর তার মানুষের কাছে গ্রহনযোগ্যতা নেই। সেই গোবিন্দ ধরাকে কোনোভাবেই সিঙ্গুরে মেনে নেওয়া হবেনা।

এদিন মাস্টারমশাই ক্ষোভ প্রকাশ করে আরো বলেন তৃণমূল দলের নতুন কমিটি গঠনের সময় যেখানে সব জায়গায় বিধায়কদের সাথে পরামর্শ করা হয়েছে সেখানে শুধু বঞ্চিত থেকেছেন তিনি নিজে।তিনি সিঙ্গুরের বিধায়ক কিন্তু তার সাথে নতুন কমিটি গঠন নিয়ে কেউ কোনো আলোচনা করেননি। রবীন্দ্রনাথ বাবু বলেন মূলত যারা দলকে ডোবাচ্ছে বিভিন্নভাবে দল তাদেরকে সামনের সারিতে রেখে পদে বসাচ্ছে। হুগলি জেলার যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন নতুন কমিটি গঠন নিয়ে যদি দল সঠিক সির্ধান্ত না নেন তাহলে আগামী দিনে তাদের এই প্রতিবাদ চলবে। তবে ভোটের আগে সিঙ্গুরের বিধায়কের দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য যে দলকে আরো অস্বস্তিতে ফেলবে তা বলাই যায়।