এই মুহূর্তে কলকাতা

যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ গ্রেপ্তার ২।

কলকাতা , ২৪ ডিসেম্বর:- পুলিশ সূত্রে খবর ২২ তারিখ গভীর রাতে বাগুইহাটি বাসিন্দা যুবতীকে তার পূর্ব পরিচিত দুই যুবক ফোন করে এবং বলে তার এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে কিছু টাকার দরকার সমস্ত কথা শোনার পর ওই যুবতী আর্থিক সহযোগিতা করার জন্য রাজি হন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিজের বাড়ির সামনে আসতে বলেন এরপরে ওই দুই যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে তার বাড়ির সামনে পৌঁছায় এবং যুবতীকে বলে আমাদের সাথে তুমিও হাসপাতালে চলো। যুবতী যাবার জন্য রাজি হন এরপরে গাড়িতে বসে তারা হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু এই গাড়ি হাসপাতালের দিকে না নিয়ে গিয়ে কেষ্টপুর নজরুল পার্কের দিকে নিয়ে যায়। তখন ওই যুবতী ওই দুই যুবককে বলেন হাসপাতালে না গিয়ে গাড়িটি তোমরা কোথায় নিয়ে যাচ্ছো। এরপরে ওই যুবতীকে শ্লীলতাহানি করে ওই দুই যুবক যুবতী বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় এরপরে ওই যুবতীকে দুই যুবক মিলে ধর্ষণ করে তাকে ফেলে দিয়ে চলে যায় বলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। ঘটনার তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ গতকাল রাতে বিশু ছইবাল ও সুরজিৎ দে নামে দুই যুবককে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হবে