এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের সাহায্য ছাড়াই আমফানে ক্ষতিগ্রস্ত কারিগরদের আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার।

কলকাতা ,২৪ ডিসেম্বর:- কেন্দ্রের সাহায্য ছাড়াই আমফানে ক্ষতিগ্রস্ত কারিগরদের আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার। ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ দফতর সুত্রে খবর, ইতিমধ্যে ৬৪ হাজার ১৭৫ জন কারিগরকে ক্ষতিপূরণ হিসেবে ২৬ কোটি ৩১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। মে মাসে আমফান ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে দক্ষিণবঙ্গ। কেন্দ্রের প্রতিনিধিদল এসে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখে যায়। প্রতিনিধিদলের হাতে রাজ্য সরকার ২৩ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব তুলে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সঙ্গে সঙ্গে ১ হাজার কোটি টাকা অনুমোদন করেছিলেন। পরে আরও ২ হাজার ৭০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছিল। কিন্তু এরপর আর টাকা আসেনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দাবি জানালেও কেন্দ্রের সাড়া মেলেনি। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের আর্থিক অনটনের মধ্যেও ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের ব্যবস্থা করে চলেছেন। তাঁর নির্দেশমতো বিপর্যয় মোকাবিলা দফতর ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিয়ে চলেছে।

খাদি বস্ত্র প্রস্তুতকারী কারিগর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের কাঁচামাল, যন্ত্র, ও অন্যান্য সামগ্রী ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে। আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উত্তর ২৪ পরগণা, নদিয়া , পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের কারিগররা। উত্তর ২৪ পরগণায় নানা শিল্পের সঙ্গে যুক্ত ৭ হাজার ৫১৮ জন কারিগরকে কাঁচামাল ও যন্ত্রপাতির ক্ষতিপূরণ বাবদ অনুমোদন করা হয়েছে ৩ কোটি ৮ লক্ষ ২৩ হাজার ৮০০ টাকা। নদীয়ার ৩ হাজার ৮৫৪ জন কারিগরের জন্য ১২ কোটি ৬৫ লক্ষ ১ হাজার ৪০০ টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ৭ হাজার ৯৫৯ জন কারিগরের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩১ হাজার ৯০০ টাকা। পূর্ব বর্ধমানের ১০ হাজার ৩৩৯ জন ক্ষতিগ্রস্ত কারিগরের জন্য বরাদ্দ হয়েছে ৪ কোটি ২৩ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। বিপর্যয় মোকাবিলা দফতর ইতিমধ্যেই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ দফতরের কাছে টাকা পৌঁছে দিয়েছে। এই দফতর ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য জেলায় জেলায় ব্লক স্তরে নির্দেশ দিয়েছে। কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌছে যাবে বলে জানিয়েছেন দফতরের আধিকারিকরা।