এই মুহূর্তে জেলা

কোচবিহার সফরে আসলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল

কোচবিহার , ২৩ ডিসেম্বর:- “রাজনৈতিক আসরে আসন্ন একুশের নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের চোখের মণি হয়ে উঠছে বাংলা”, সম্প্রতি বাংলায় কেন্দ্রের বিশিষ্ট নেতাদের আগমণ দেখে এটা বললে মনে হয় খুব একটা ভুল হবে না। ইতিমধ্যে জেপি নাড্ডা, অমিত সাহ সহ প্রায় ২৯৪ টি নেতা বাংলা সফরে এসেছেন। আজ বাংলার সৌন্দর্যের শহর বা রাজার শহর নামে পরিচিত কোচবিহারে এসে পৌছালেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ঐতিহ্যশীল কোচবিহার শহরকে উওরবঙ্গের আরও এক পর্যটনকেন্দ্র করে তুলবেন। এরকমই এক লক্ষ্যে আজ তিনি এসেছেন বলে জানা গেছে।

জানা গেছে, আজ সকালে প্রহ্লাদ সিং প্যাটেল কোচবিহারে প্রবেশ করেন। এরপর তিনি কোচবিহার ২ নম্বর ব্লকে একাধিক কর্মসূচি সম্পন্ন করে মদন মোহন মন্দিরে পৌছান। তারপর রাজবাড়িতে পৌছান এবং পরিদর্শন করে সেখানেই রাজবাড়ি প্রাসাদ, মিউজিয়াম সহ সেখানকার উন্নয়নের বিষয়ে এলাকার দায়িত্বে থাকা উচ্চপদস্ত আধিকারীকদের সাথে কথা বলেন। এদিন তার সাথে উপস্থিত ছিলেন, সাংসদ নিশীথ প্রামাণিক, বিধায়ক মিহির গোস্বামী সহ আরও অনেকে। রাজবাড়ি পরিদর্শনের পর কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী বলেন, ‘কোচবিহার রাজবাড়ি সকলের কাছে একটি গর্বের বিষয়। এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। আরও বেশি মানুষের কাছে রাজবাড়িকে অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরতে নানা চিন্তাভাবনা করা হচ্ছে।’