কলকাতা , ২৩ ডিসেম্বর:- করোনা পরিস্থিতির জেরে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল। আগামী বক্যর জুনে ওই দুই পরীক্ষা হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই দুই পর্ষদকেই জুনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পর্ষদ সেই প্রস্তাব বা সুপারিশ মেনে নিলে জুনেই পরীক্ষা হবে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে পয়লা জুন থেকে ১০ জুন পর্যন্ত হতে পারে মাধ্যমিক পরীক্ষা এবং ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে এখনও পর্যন্ত কোনওকিছুই চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। তবে সূত্রের খবর, মোটের উপর জুন মাসেই হবে এই বোর্ডের পরীক্ষা। ফলে পরীক্ষার জন্য পড়ুয়াদের হাতে বেশ খানিকটা বেশি সময় থাকবে। যাতে সুবিধাই হবে পড়ুয়াদের।
যদিও, গতকালই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছিলেন, মার্চের আগে সিবিএসসি’র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে না। তা কবে হবে সেটা পরে জানিয়ে দেওযা হবে। তবে তা ফেব্রুয়ারি মাসে নয়। তারপর এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী বোর্ডের পরীক্ষা নিয়ে একথা জানালেন যা রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়ার অনিশ্চিত ভবিষ্যতে কিছুটা আশার সঞ্চার করল। পাশাপাশি, আজ বেহালায় কন্যাশ্রী কলেজের নতুন একাডেমিক ভবনের শিলান্যাস করতে এসেছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, মেয়েদের জন্য এই সরকারি কলেজে এক মাসের মধ্যে ভূগোল অনার্স এবং বিসিএ-এর ক্লাস শুরু হবে। ভূগোল অনার্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোর্স। আর বিসিএর অনুমোদন দিচ্ছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন ওই ভবন হবে চারতলা। চলতি শিক্ষাবর্ষ থেকে এখানে পড়াশুনো শুরু হয়ে যাবে।