এই মুহূর্তে কলকাতা

কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়নের দাবি তুলে সরব মুখ্যমন্ত্রী।

কলকাতা , ২১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়নের দাবি তুলে ফের সরব হয়েছেন। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কে লেখা এক চিঠিতে দাবি করেন কৃষকদের কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার একটি প্রকল্প ইতিমধ্যেই রাজ্যে চালু আছে। কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধি প্রকল্পের বরাদ্ধ রাজ্যের কোষাগারে পৌঁছে দিলে রাজ্যের প্রশাসনের মাধ্যমে সরাসরি কৃষকদের একাউন্টে পৌছে দেওয়া হবে। সে ক্ষেত্রে উপভোক্তাদের তালিকা ও পরবর্তীকালে কেন্দ্রকে দিয়ে দেওয়া হবে।

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে এ রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের এই অভিযোগকে খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন, শুধুমাত্র প্রচারের স্বার্থে রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্র ওই প্রকল্প গুলি রূপায়ণ করতে চাইছে। যেখানে আয়ুষ্মান ভারত এর মত প্রকল্পের 40 শতাংশ খরচ রাজ্য সরকার কে বহন করতে হয়। যেখানে এই রাজ্যে চালু হওয়া স্বাস্থ্য সাথী প্রকল্পের সম্পূর্ণ খরচকে রাজ্য সরকার বহন করছে এবং 100% মানুষকে এর আওতায় নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বরাদ্দের দায়িত্ব নিয়ে কোন প্রকল্প চালু করতে চাইলে রাজ্য সরকারের আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন।