হাওড়া , ১৯ ডিসেম্বর:- গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজুক্ষেত্র গ্রামের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, প্রায় ৯ বছর আগে নরোত্তম মন্ডলের সঙ্গে সেহাগোড়ীর বাসিন্দা সুপ্রিয়ার দেখাশোনা করে বিয়ে হয়। এদের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের দু’বছর পর থেকেই শ্বশুরবাড়ির অত্যাচার শুরু হয়। মদ্যপ অবস্থায় স্বামীর সঙ্গে প্রতিদিনই সুপ্রিয়ার অশান্তি হত। প্রথমে নরোত্তম জরির কাজ করত। পরে সেই কাজ ছেড়ে দিয়ে আখের কারবার শুরু করে।টাকাপয়সার জন্যও চাপ দেওয়া হত। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা বারে বারে টাকা চাইত।
টাকা দেওয়াও হয়েছে বহুবার। তারপরেও শ্বশুরবাড়িতে নির্যাতন বন্ধ হয়নি এমনই অভিযোগ মৃতার পরিবারের। একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছিল সুপ্রিয়া। এরপর ফের সুপ্রিয়াকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় জামাই নরোত্তম। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি। শুক্রবার রাতে মেয়ের শ্বশুরবাড়ি থেকে কেউ ফোন করে ডাকে। এরপর রাতেই বাপের বাড়ি থেকে লোকজন সেখানে ছুটে যায়। গিয়ে জানতে পারে মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জামাই সহ শ্বশুরবাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে মৃতার পরিবার।