পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হলেও শনিবার পূর্ব মেদিনীপুরের অমিত শাহের সভার দিকে মূলত চোখ ছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিকে। রাজনৈতিক মহলে চলা জল্পনাকে সত্যি প্রমাণিত করেই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। আর মেদিনীপুরের কলেজ মাঠের এই সভা থেকে শুভেন্দু অধিকারীর যোগদানকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর এবং তাঁর নেতৃত্বে বিজেপিতে আরও অনেকের যোগদানের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “বিধানসভা নির্বাচনের আগেই একা হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তিনি আরও বলেন, ” ২০০ আসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি”।
রাজ্যে ২০২১ সালের নির্বাচনী ফের পরিবর্তনের ডাক দিয়ে এদিন মেদিনীপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অমিত শাহ। শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপিতে যোগদান করলেন তাদের দলে স্বাগত জানান অমিত শাহ। সেই সঙ্গে আগামী ৫ বছরের জন্য রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানান তিনি। বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে সোনার বাংলা গড়ে তোলা হবে বলেও এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মা-মাটি-মানুষ এই স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এলেও বিপরীত পথে তৃণমূল কংগ্রেস হেঁটেছে বলে আক্রমণ শানান অমিত শাহ।