এই মুহূর্তে জেলা

তৃণমূল দলের অস্বস্তি বাড়িয়ে দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন ডানকুনি পুরসভার উপ পৌরপ্রশাসক

হুগলি ,১৬ ডিসেম্বর:- আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল দলের অস্বস্তি ক্রমাগত বেড়েই চলেছে। এবার সরাসরি তৃণমূল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডানকুনি পুরসভার উপপুরপ্রশাসক তথা ডানকুনি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা দেবাশীষ মুখার্জী। এদিন তিনি সরাসরি জানান তৃণমূল দল যে সংগ্রাম আর নীতি আদর্শ নিয়ে ক্ষমতায় এসেছিল সেটা আর তৃণমূল দলে নেই। সেই কারণেই দলের বহু সাংসদ ও বিধায়ক দলের বিরুদ্ধেই মুখ খুলছে।তৃণমূল দলের সাথে প্রশান্ত কিশোরকে কর্পোরেট সংস্থার সাথে তুলনা করে বলেন যে তৃণমূল দলের আর দলের নেতা কর্মীদের প্রতি ভরসা নেই তাই যারা পশ্চিমবাংলা সম্পর্কে কিছু জানেই না সেই কর্পোরেট সংস্থাকে আনা হয়েছে যাতে দলের আরো বেশি ক্ষতি হয়েছে।

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সরাসরি জানান তৃণমূল যুব কংগ্রেসের সময় থেকে শুভেন্দু অধিকারীর সাথে তার ভালো সম্পর্ক তাই আগামী দিনে দাদার পথ হতে চলেছে তাদের পথ। শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে সংগ্রামের অন্যতম মুখ তাই মানুষের সমর্থন সব সময় তার সাথে আছে। এদিন দেবাশীষ মুখার্জী আরো বলেন এখন যারা নেতাদের তেল মাখাতে পারছে আর দুর্নীতি করছে তারা সামনের সারিতে দলের আর যারা দিনরাত মানুষের জন্য কাজ করছে তাদের জায়গা পিছনে। তবে এদিন দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় চন্ডিতলা বিধানসভা এলাকায় তৃণমূল যে অস্সস্তিতে পড়লো তা বলাই যায়। আর আগামী পুরসভা ও বিধানসভা ভোটে যে শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা একটা বড় ভূমিকা নিতে চলেছে তা এলকথায় বলে দেওয়াই যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। তবে দেবাশীষ মুখার্জীর দলের বিরুদ্ধে ক্ষোভের ফলে ডানকুনি এলাকায় সংকটে তৃণমূল কংগ্রেসের সংগঠন।