এই মুহূর্তে জেলা

সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে শুভেন্দু এবং জিতেন্দ্র তিওয়ারি , নয়া জল্পনা রাজনৈতিক মহলে।

পূর্ব বর্ধমান , ১৬ ডিসেম্বর:- কাঁকসায় বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে শুভেন্দু এবং জিতেন্দ্র তিওয়ারি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শালতোড়ার বিধায়ক স্বপ্ন বাউরি ও বিশ্বজিৎ কুন্ডুর উপস্থিতিতে বৈঠক। আর তাতে নয়া জল্পনা রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের নিশ্চয়তার পরই কি জিতেন্দ্র তিওয়ারি, সুনীল মন্ডল, স্বপন বাউরি, দীপ্তাংশু চৌধুরী বা বিশ্বজিৎ কুন্ডুর সঙ্গে তাঁর সখ্যতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। বুধবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও রাজ্য বিধানসভার অধ্যক্ষের অনুপস্থিতিতে বিধানসভার সচিবের কাছে নিজের ইস্তফা জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে তা গৃহীত হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে ই-মেইলে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরে ইস্তফা পাঠিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক। রাজ্য বিধানসভা থেকে সোজা পশ্চিম বর্ধমানে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত হন জিতেন্দ্র তিওয়ারি, বিশ্বজিৎ কুন্ডু, স্বপন বাউরি, দীপ্তাংশু চৌধুরী প্রমুখ। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার শুভেন্দু অধিকারীর একসঙ্গে বেশ কয়েকজন সাংসদ ও বিধায়কের সঙ্গে বৈঠককে অবশ্য আমল দিতে নারাজ ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বলেন, ‘কেউ কারুর সঙ্গে বৈঠক করতেই পারে। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার’। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এই বৈঠক নিয়ে বিশেষ ভাবছে না তাও স্পষ্ট করে দেন ফিরহাদ হাকিম।