এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পে চা বাগান শ্রমিকদের জন্য সাড়ে তিন হাজারেরও বেশি পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে।

কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পের আওতায় চা বাগান শ্রমিকদের জন্য সাড়ে তিন হাজারেরও বেশি পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই সেগুলি প্রাপকের হাতে তুলে দে ওয়া হবে বলে রাজ্য আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মোট ৩৬৯০ টি পাকা বাড়ি তৈরি করা হবে। যাতে চা বাগানের শ্রমিকরা দ্রুত নিজেদের বাড়ি পান সেজন্য সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দিয়েছেন সুবিধাপ্রাপ্ত সঙ্গে কথা বলেছেন বলে মন্ত্রী জানান।

চা সুন্দরী প্রকল্পে উত্তরবঙ্গের ৩৭০ টি চা বাগানের শ্রমিকদের জন্য পাকা বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।উদ্যোগে ৫০০ কোটি টাকার এই প্রকল্প হাতে নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আড়াই লাখেরও বেশি শ্রমিক উপকৃত হবেন। আবাসন দপ্তরের সূত্রে জানা গিয়েছে নতুন প্রকল্প তৈরি হওয়া এই বাড়িগুলোতে দুটি করে শোয়ার ঘর একটি রান্নাঘর ১টি বসার ঘর এবং একটা করে শৌচালয় থাকবে। ৩৮৫ বর্গফুট আয়তন বিশিষ্ট একটি বাড়ি তৈরি করতে খরচ হচ্ছে ৫লক্ষ ৯০ হাজার টাকা। শ্রমদপ্তর ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ২১০কোটি টাকা বরাদ্দ করেছে।