এই মুহূর্তে খেলাধুলা

পাঁচ বছর পর শিল্ডের সেমিতে মহমেডান

প্রসেনজিৎ মাহাতো , ১৪ ডিসেম্বর:- শিল্ডের কোয়ার্টার ফাইনালে গোকুলাম এফসি–কে ১–০ হারিয়ে শেষ চারে মহমেডান। পঁাচ বছর বাদে শিল্ডের সেমিতে মহমেডান। ২০১৪ সালে কোচ সঞ্জয় সেনের কোচিংয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর শিল্ড অনূর্ধ্ব–১৯ হয়ে গিয়েছিল। বুধবার যুবভারতীতে আইএফএ শিল্ডের সেমিফাইনালে মহমেডানের মুখোমুখি রিয়েল কাশ্মীর। অপর ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামবে ইউনাইটেড স্পোর্টস। খেলা হবে কল্যাণীতে। দীপক দেবরানি এবং উবেদ লাল কার্ড দেখেন। ৯ জনের গোকুলামের বিরুদ্ধে সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সাদা–কালো। ম্যাচের সেরা ফিলিপ আজা। দানিশ ফারুখের গোলে সার্দান সমিতির বিরুদ্ধে ১–০ জয়ী রিয়েল কাশ্মীর।

ম্যাচের সেরা ম্যাসন রবার্টসন। ১–০ ফলাফলে পিয়ারলেসকে হারায় জর্জ টেলিগ্রাফ। কঠিন চ্যালেঞ্জে বাজিমাত জর্জ কোচ রঞ্জন ভট্টাচার্যের। এ দিন দুরন্ত পারফরমেন্স জর্জের তন্ময় ঘোষের। জয়সূচক গোলের পাশাপাশি ম্যাচের সেরাও হন। রঞ্জন বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। ক্রোমার মতো বিদেশি ছিল। গতবারের চ্যাম্পিয়ন দল। আইএসএলের কোচ ছিল। ছেলেদের কৃতিত্ব দিতেই হবে।’কোচ অনুপ নাগের কালীঘাট এমএস বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফল গোলশূন্য অমীমাংসিত থাকে। টাইব্রেকারে কালীঘাটকে ৪–৩ হারিয়ে শেষ চারে ইউনাইটেড। ম্যাচের সেরা ইউনাইটেডের শুভম সেন।