এই মুহূর্তে কলকাতা

রাজ্যে বাজল ভোটের দামামা , প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন এর নেতৃত্বে কমিশনের একটি দল আগামী বুধবার তিন দিনের সফরে রাজ্যে আসছে। বৃহস্পতিবার তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক,পুলিশ সুপার, এবং পুলিশ কমিশনার ছাড়াও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র সঙ্গে বৈঠক করবেন বলে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। শুক্রবার তাদের উত্তরবঙ্গের মালদহ এবং শিলিগুড়িতে বৈঠকের কর্মসূচি রয়েছে। ওইদিনই তারা বাগডোগরা থেকে বিমানে দিল্লি ফিরে যাবে। ০২১-এর বিধানসভা ভোটের লক্ষ্য নিয়ে সরগরম গোটা রাজ্যে।

ইতিমধ্যেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিক নজর সব দলের। সেই সঙ্গে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, থেকে পাল্টা অভিযোগ অব্যাহত। জনসাধারণের মত পেতে সকলেই কল্পতরু হওয়ার দিকে মন দিয়েছে। এই অবস্থায় সমস্ত দিক খতিয়ে দেখতে তিনদিনের রাজ্য সফরে আসছেন উপ নির্বাচন কমিশনার।এর আগেও লোকসভা ভোটের আগে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় এসেছিল৷ সেবারও এই টিমে ছিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে সুদীপ জৈন৷