কলকাতা , ১১ ডিসেম্বর:- সীমান্তে মাদক পাচার রুখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ কড়া পদক্ষেপ নিয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে তিন দিনের সীমান্ত সমন্বয় সম্মেলন শেষে আজ কলকাতায় এক যৌথ সাংবাদিক বৈঠকে উভয় দেশের বাহিনী একথা জানিয়েছে। ইয়াবা ট্যাবলেটের পাচার বেড়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্ডার গার্ড বাংলাদেশের যশোরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মহানির্দেশক মহম্মদ জাকির হোসেন বলেন, ইয়াবা ট্যাবলেট সবার ক্ষেত্রেই ক্ষতিকারক। মাদক পাচারকারীদের চক্র ধ্বংস করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথ ভাবে কাজ করছে। পাচারকারীদের গ্রেপ্তার করতে উভয় দেশের মধ্যে তথ্য আদান-প্রদান করা হয়। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি অশ্বিনী কুমার সিংহ জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে পশু পাচারের সংখ্যা বর্তমানে শূন্যতে পরিণত হয়েছে।
রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইস্যুতে অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে সীমান্তে রোহিঙ্গা সংক্রান্ত কোন সমস্যা নেই। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে শ্রী সিং জানান, ১৫০ ইয়ার্ডের বাইরের অংশে বেড়া দেওয়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ১৫০ ইয়ার্ডের কম অংশে বেড়া দেওয়ার বিষয়টি সরকারী স্তরে বিবেচনাধীন। সরকারের অনুমোদন পাওয়া গেলে কাজ সম্পন্ন হবে। এদিকে দুদেশের মধ্যে তিন দিনের সীমান্ত সমন্বয় সম্মেলনে উন্নত সীমান্ত ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া চোরাচালান বিরোধী অভিযান, সীমান্তে দু’দেশের যৌথ টহল, অবৈধ যাতায়াত, সীমান্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন মূলক কাজ সম্পর্কিত বিভিন্ন বিচারাধীন বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে বলে উভয় দেশের সীমান্ত বাহিনীর তরফে জানানো হয়েছে।