প্রসেনজিৎ মাহাতো , ১০ ডিসেম্বর:- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহনবাগান। গত ম্যাচে হারতে হয়েছে। তাই সাবধানে পা ফেলে ৩ পয়েন্ট না এলেও ১ পয়েন্ট পাখির চোখ হাবাসের দলের। সুব্রত পালের দলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা সবুজ–মেরুন শিবিরে। এ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না জাভি হার্নান্ডেজ। তঁার অভাব পূরণের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন হাবাস। প্রণয় হালদার বা শেখ সাহিল খেলতে পারেন। হায়দরবাদ দুরন্ত ছন্দে। ম্যাচটা মোটেই হালকা নিচ্ছেন না হাবাস। বলেন, ‘সব দলকেই শ্রদ্ধা করি। ওরা খুব ভাল দল। তবে আমাদের লক্ষ্য থাকবে জয়। ছেলেদের সেইভাবে তৈরি করেছি।’ গত ম্যাচে হারের প্রসঙ্গে হাবাস বলেন, ‘সব ম্যাচ যে জিতব, এমন কোনও কথা নেই। তবে জেতার লক্ষ্যে নামতে হবে। ভুলভ্রান্তি হবেই। তা শুধরে এগিয়ে যাওয়ার নামই জীবন। হায়দরাবাদের অ্যাটাকিং লাইনকে সমীহ করছেন হাবাস। সেইসঙ্গে দলে রয়েছেন সুব্রত পালের মতো বর্ষীয়ান গোলরক্ষক। হাবাস প্রথমার্ধটা মেপে নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের রাস্তায় হাঁটতে চান।
Related Articles
ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ আরামবাগের বিধায়কের।
হুগলি , ১ জুন:- রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষনার পর থেকে আরামবাগ বিধানসভার বেশ কয়েক এলাকা রাজনৈতিক ভাবে উতপ্ত হয়ে ওঠে। এর জেরে শতাধিক বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে যায়। এদিন পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এবং আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগের সক্রিয় চেষ্টায় পূর্ব ও পশ্চিম কেশবপুরের ঘরছাড়া ২৬ জনকে ঘরে ফেরানো হয়। পুলিশ ও […]
পড়ুয়াদের জন্য পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করলো বন্ধন ব্যাংক।
কলকাতা, ২৯ জুলাই:- বন্ধন ব্যাংক রাজ্যের পড়ুয়াদের জন্য নেক্সট জেনারেশন পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করেছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ম্যাকাউট অনুমোদিত এই কোর্সটির সূচনা করেন। বন্ধন ব্যাংক রাজপুর সোনারপুরে একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছে। সেখানে ২১০ জন পড়ুয়াকে নিয়ে ওই কোর্স শুরু হবে। শান্তিনিকেতনে ২৪০ আসনের একটি […]
রাজ্যে এখন ৭২৫ কোম্পানি
কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে […]