এই মুহূর্তে খেলাধুলা

নিজামের শহরের বিরুদ্ধে কী রণকৌশল হাবাসের ?

প্রসেনজিৎ মাহাতো , ১০ ডিসেম্বর:- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহনবাগান। গত ম্যাচে হারতে হয়েছে। তাই সাবধানে পা ফেলে ৩ পয়েন্ট না এলেও ১ পয়েন্ট পাখির চোখ হাবাসের দলের। সুব্রত পালের দলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা সবুজ–মেরুন শিবিরে। এ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না জাভি হার্নান্ডেজ। তঁার অভাব পূরণের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন হাবাস। প্রণয় হালদার বা শেখ সাহিল খেলতে পারেন। হায়দরবাদ দুরন্ত ছন্দে। ম্যাচটা মোটেই হালকা নিচ্ছেন না হাবাস। বলেন, ‘সব দলকেই শ্রদ্ধা করি। ওরা খুব ভাল দল। তবে আমাদের লক্ষ্য থাকবে জয়। ছেলেদের সেইভাবে তৈরি করেছি।’ গত ম্যাচে হারের প্রসঙ্গে হাবাস বলেন, ‘সব ম্যাচ যে জিতব, এমন কোনও কথা নেই। তবে জেতার লক্ষ্যে নামতে হবে। ভুলভ্রান্তি হবেই। তা শুধরে এগিয়ে যাওয়ার নামই জীবন। হায়দরাবাদের অ্যাটাকিং লাইনকে সমীহ করছেন হাবাস। সেইসঙ্গে দলে রয়েছেন সুব্রত পালের মতো বর্ষীয়ান গোলরক্ষক। হাবাস প্রথমার্ধটা মেপে নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের রাস্তায় হাঁটতে চান।