এই মুহূর্তে খেলাধুলা

জামশেদপুরের বিরুদ্ধে কী বদল করবেন ইস্টবেঙ্গল কোচ ?

প্রসেনজিৎ মাহাতো, ৯ ডিসেম্বর:- বৃহস্পতিবার তিলক ময়দানে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া লিভারপুল কিংবদন্তি ফাউলার। সেইসঙ্গে প্রথম একাদশেও কয়েকটা বদল হবে। জেজে শুরু করবেন প্রথম একাদশে। বিপক্ষের অস্ত্র ভালস্কিসকে ভোঁতা করতে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা লাল–হলুদের। জয়ের ব্যপারে আশাবাদী ফাউলার বলেন, ‘আমাদের প্রথম গোল করতে হবে। গোল হজম করে গেলে লড়াইয়ে ফেরা কঠিন। কিন্তু প্রথমে গোল করে এগিয়ে গেলে দলের মনোবল বেড়ে যায়। সেই কারণেই শুরুতে গোল চাইছি। একটা জয়ই আমাদের বদলে দেবে।’

গত তিন ম্যাচে সাত গোল হজম। একটাও গোল করতে পারেনি লিভারপুল কিংবদন্তির দল। তবুও স্ট্রাইকারদের দিকে আঙুল তুলতে নারাজ ফাউলার, ‘স্ট্রাইকাররাই যে সবসময় গোল করবে তা না–ও হতে পারে। অন্যরাও গোল করতে পারে বা গোলের সুযোগ তৈরি করতে পারে। আমাদের গোলের সুযোগ তৈরি না হলে চিন্তিত হতাম। কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। আরও বেশি সুযোগ তৈরি করতে হবে।’ ভালস্কিসকে নিয়ে ফাউলার জানিয়েছেন, তঁাকে আটকানো সহজ কাজ নয়। বিপক্ষের গোল আটকানোর চেষ্টা করতে হবে। তা নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে নিজেদেরও গোল করতে হবে।