সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- স্থায়ীকরন ও বেতন কাঠামো পুণবিন্যাস সহ মোট ৫ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হলো ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন। এদিন জেলার সমস্ত এনএইচএম ও এনইউএইচএম কর্মীরা চুঁচুড়ায় অনস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে উপস্থিত হন।
দপ্তরের সামনেই তাঁদের দাবী-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের বক্তব্য কোভিড পিরিয়ডে তাঁদের কাজ কয়েকগুন বেড়ে গেছে। তাঁদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। কিন্তু দীর্ঘদিনের দাবী মেনে তাঁদেরকে স্থায়ীকরন করেনি রাজ্য সরকার। পাশাপাশি বেতনও বৃদ্ধি হয়নি। তাই আজ তাঁরা হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে তাঁদের দাবী মানা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান।