হুগলি ,৮ ডিসেম্বর:- নয়া কৃষি আইন বাতিলের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ শুরু হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। নেতৃত্বে বিধায়ক অসিত মজুমদার।
পাশাপাশি উপস্থিত রয়েছেন পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ চুঁচুড়া বিধানসভা এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। দলীয় নেত্রীর নির্দেশে আজ সকাল সাড়ে দশটায় চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থানে সামিল হয় তাঁরা। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে চলে স্লোগান। পাশাপাশি এখানে উপস্থিত নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হন। আজ বিকেল ৫টা পর্যন্ত এই অনস্থান চলবে বলে জানান বিধায়ক অসিত মজুমদার।