এই মুহূর্তে খেলাধুলা

ইস্টবেঙ্গলের স্বদেশী ফুটবলাররা কি কোনও কোচিংয়ে খেলেছেন ?

প্রসেনজিৎ মাহাতো , ৭ ডিসেম্বর:- এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার জোড়া ম্যাচে হেরে মন্তব্য করেছিলেন, ‘দলের কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হয়েছে,তাদের জীবনে কোচিং করানো হয়নি।’ কাদের কথা বলতে চেয়েছেন, কোনও স্বদেশি ফুটবলারের নাম উল্লেখ করেননি। তবে ফাউলার জানেন কিনা জানা নেই। এস সি ইস্টবেঙ্গলের কিছু ভারতীয় ফুটবলার জাতীয় দল–সহ নানা ক্লাবে স্বদেশি–বিদেশি নানান কোচের তত্ত্বাবধানে খেলেছেন। সেই তালিকা তুলে ধরা হল।

জেজে লালপেখলুয়া
জাতীয় দল: আর্মান্দো কোলাসো, স্যাভিও মেদেইরা, উইম কোভারমেন্স, স্টিফেন কনস্টানটাইন

পুনে: স্টিওয়ার্ট হল, ডেরিক পেরেরা

অ্যারোজ: ডেসমন্ড বুলপিন

চেন্নাইন এফসি: মার্কো মাতেরাজ্জি, জন গ্রিগরি

মোহনবাগান: সুভাষ ভৌমিক, সঞ্জয় সেন

ইউজেনসন লিংডো

জাতীয় দল: স্টিফেন কনস্টানটাইন

বেঙ্গালুরু এফসি: অ্যাশলে ওয়েস্টউড, অ্যালবার্ট রোকা, কার্লস কুয়াদ্রাত

এফসি পুনে সিটি: ডেভিড প্লাট

এটিকে: টেডি শেরিংহ্যাম, স্টিভ কপেল

শিলং লাজং: প্রদ্যুম রেড্ডি

সিকে বিনীথ

জাতীয় দল: স্টিফেন কনস্টানটাইন

বেঙ্গালুরু এফসি: অ্যাশলে ওয়েস্টউড, অ্যালবার্ট রোকা

কেরাল‍া ব্লাস্টার্স: ট্রেভর মর্গান, স্টিভ কপেল, রেনে মিউলেনস্টিন

চেন্নাইন: জন গ্রিগরি

জামশেদপুর: অ্যান্টনিও ইরিয়নদো

শেহনাজ সিং

জাতীয় দল: স্টিফেন কনস্টানটাইন

অ্যারোজ: সুখবিন্দার সিং, আর্থার পাপাস

মোহনবাগান: সঞ্জয় সেন

মুম্বই সিটি এফসি: আলেজান্দ্রে গুইমারেস, জর্জ কোস্তা

ইস্টবেঙ্গল: ট্রেভর মর্গান

এটিকে: হাবাস

মহম্মদ রফিক

জাতীয় দল: স্টিফেন কনস্টানটাইন

ইস্টবেঙ্গল: এলকো শাতোরি, ট্রেভর মর্গান, খালিদ জামিল

এটিকে: হাবাস

কেরালা ব্লাস্টার্স: স্টিভ কপেল

মুম্বই সিটি: জর্জ কোস্তা

বিকাশ জাইরু

জাতীয় দল: স্টিফেন কনস্টানটাইন

সালগাঁওকার: ডেেরক পেরেরা

ইস্টবেঙ্গল: ট্রেভর মর্গান

এফসি পুনে সিটি: ডেভিড প্লাট

এটিকে: হাবাস

জামশেদপুর: কপেল, সিজার ফার্নান্ডো, আন্তোনিও ইরিয়নদো

সুরচন্দ্র সিং

ডিএসকে শিবাজিয়ান্স: ডেরেক পেরেরা

চার্চিল: ডেরেক পেেররা

মোহনবাগান: সঞ্জয় সেন

রিয়েল কাশ্মীর: ডেভিড রবার্টসন

মুম্বই সিটি: জর্জ কোস্তা

নারায়ণ দাস

জাতীয় দল: স্টিফেন কনস্টানটাইন

অ্যারোজ: আর্থার পাপাস

ডেম্পো: আর্থার পাপাস, মর্গান

এফসি গোয়া: জিকো

পুনে সিটি: হাবাস

ইস্টবেঙ্গল‍: মর্গান, খালিদ

এফসি গোয়া: সার্জিও লোবেরা

ওডিশা এফসি: জোসেফ গম্বু