হুগলি , ৫ ডিসেম্বর:- হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর পেটের অসুখে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর গতকাল মৃত্যু হয়।মৃত্যুর পর তার দেহ প্যাকিং করে তার পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মৌমিতার মৃতদেহ বাড়িতে এনে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পরিবারের। তারা দেখতে পায় তাদের বাড়ির মেয়ের মৃতদেহের শরীরে পেটের পিছন দিকে কেটে সেলাই করা। মৌমিতার পরিবার জানায় যেখানে মৌমিতার কোনো অস্ত্রোপচার হয়নি সেখানে শরীরে কাটা দাগ কেন।
মৌমিতার পরিবার অভিযোগ করে তাদের মেয়ের শরীরের থেকে অঙ্গ বের করে নেওয়া হয়েছে। সেই খবর সকলের আগে প্রকাশ্যে আনি আমরা। এরপরেই মৃতদেহ সৎকার না করে প্রশাসনের দ্বারস্থ হয় মৌমিতার পরিবার। পুলিশ অভিযোগ না নিয়ে জানায় কোর্টের অর্ডার নিয়ে দেহ ময়নাতদন্ত করতে হবে। এরপর মৃতা মৌমিতার পরিবার শনিবার সকালে শ্রীরামপুর কোর্টের দ্বারস্থ হয়। শ্রীরামপুর কোর্ট এদিন নির্দেশ দেন পুলিশকে এফআইআর নিয়ে মৌমিতার মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে। এদিন আদালত এর এই রায়ে সঠিক ঘটনা সামনে আসার অপেক্ষায় পরিবার।