এই মুহূর্তে জেলা

হাওড়ায় স্বাস্থ্যসাথীর ফর্ম বিলি করল বিজেপিও !!!

হাওড়া, ৪ ডিসেম্বর:- রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে সেই ফর্ম বিলির কাজ চলছে। যদিও ভবিষ্যতে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই কারণেই আজ থেকে হাওড়ায় বিজেপির কার্যকর্তারা ক্যাম্প খুলে স্বাস্থ্যসাথী ফর্ম বিলি শুরু করে উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজে নেমেছেন। এই প্রসঙ্গে বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা জানান, “অতীতেও দেখা গেছে রাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়ন হয়নি।

এবারেও জনগণকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই ভোটের রাজনীতির বিরোধীতা করে আমরাও স্বাস্থ্যসাথী ফর্ম বিলি করছি। যাদের ফর্ম দেওয়া হচ্ছে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। যাতে ভবিষ্যতে এই প্রকল্প সবাই পায়। তার সঠিক ব্যবস্থার চিন্তা আমরা করেছি।” এদিকে, বিজেপির তরফ থেকে স্বাস্থ্যসাথী’র ফর্ম বিলি প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তৃণমূল নেতা শ্যামল মিত্র বলেন, “এতদিন ওরা আমাদের সরকারের বিরোধীতাই করে এসেছে। দিদির বিরোধীতা করে এসেছে। এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তাই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর ফর্ম ওরা বিলি করছে।”