এই মুহূর্তে জেলা

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনান্য শিশুদের মতোই সবদিক থেকে পারদর্শী হচ্ছে।

হুগলি , ৩ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আওতায় আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনান্য শিশুদের মতোই সবদিক থেকে পারদর্শী হচ্ছে। তাদের স্কুলশিক্ষা থেকে খেলাধুলায় পারদর্শী তৈরি করতে বিশেষ অবদান রয়েছে স্পেশাল instructor এর ভূমিকা। সিঙ্গুর ব্লকের তিনটি সার্কেলে প্রাথমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের আওতায় 500 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ব্লকের বিভিন্ন স্কুলগুলির মধ্যে নয়টি রিসোর্স রুমে চারজন স্পেশাল instructor রা সপ্তাহে একদিন করে ক্লাস করান। সরকারি সাহায্যে স্কুল স্কলারশীপ, হুইল চেয়ার, ট্রাই সাইকেল, শ্রবণযন্ত্র, ব্রেল বুক সহ বিভিন্ন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হয়।

এছাড়া সমগ্র শিক্ষা মিশনের সহায়তায় স্কুলে মিড ডে মিলের মাধ্যমে খাওয়া ও স্কুলে আসা যাওয়ার জন্য খরচের ভাতা দেওয়া হয়ে থাকে। সরকারি এই সুযোগ সুবিধা মেলায় বর্তমানে পড়াশোনার পাশাপাশি স্কুল ভিত্তিক ক্রিড়া প্রতিযোগীতায় সমান পারদর্শী হচ্ছে প্রতিবন্ধী শিশুরা। তবে শিশুদের অভিভাবকদের দাবি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনান্য সাধারণ শিশুদের মতো সপ্তাহে প্রতিদিন স্কুলে এসে পড়াশোনা করতে পারে। সরকারি এই সাহায্য পেয়ে খুশি তাঁদের পরিবার। পাশাপাশি স্পেশাল instructor দের আর্জি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের পর এই সমস্ত শিশুদের সরকারি উদ্যোগে হাতে কলমে কারিগরি শিক্ষা অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং এর ব্যাবস্হা গ্রহণ করা হোক। তবেই আগামীদিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষার পাশাপাশি নিজেরা সাবলম্বি হতে পারবে।