এই মুহূর্তে কলকাতা

আগামী বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে।

কলকাতা , ৩ ডিসেম্বর:- আগামী বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে। জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এই বিষয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পে কমিশনের ফলে রাজ্যের বছরে দুই হাজার কোটি টাকার বেশি খরচ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এখনও ৮৫ হাজার কোটি টাকার বেশি বকেয়া থাকলেও এই পরিস্থিতিতে কিভাবে সরকার চালানো যাবে সেই প্রশ্নও তুলেছেন তিনি। উল্লেখ্য মহার্ঘ ভাতা নিয়ে এক মামলার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল গত ২৬ জুলাই রাজ্য সরকারকে ছয় মাসের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, অনেক সার্ভেতে এসেছে আইনশৃখ্ঙলা রক্ষার, উন্নয়নমূলক কাজে নিরিখে বাংলা এগিয়ে রয়েছে। হিংসা করা একটা জিনিস, রাজনীতি করা একটা জিনিস, আর কাজ করে দেখানো আরেকটা জিনিস। এটা মাথায় রাখতে হবে। আমি আজ পর্যন্ত কারোর চাকরি নিইনি। যারা বিরোধিতা করে তাদেরও অনেক সুযোগ দিয়েছি। আশা কর্মী ও সিভিকদের মাইনে বেড়েছে। কিন্তু রেল, কোল ইন্ডিয়া, বিএসএনএল, এয়ার ইন্ডিয়ার কর্মীদের অনেক অনিশ্চয়তায় রয়েছে। যে কোনও সময়ে তাদের সংস্থা বন্ধ হতে পারে। এমন পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় নেমে গিয়েছে। কোভিড পরিস্থিতি আমাদের সরকার ৩০০ ট্রেনের ভাড়া দিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হয়েছে রাজ্যে। কেন্দ্র কিছুই দেয়নি। এতে ৩৩-৪০ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে হাজার হাজার বাসও ভাড়া হয়েছে পরিযায়ীদের আনার জন্য। রাজস্থানে পড়ুয়ারা আটকেছিল, তাদেরও ৫ কোটি টাকা বাসভাড়া দিয়ে নিয়ে এসেছি।