এই মুহূর্তে জেলা

কুকথা বলাই বিজেপির সংস্কৃতি ,তাঁর রাজনৈতিক জীবনে সায়ন্তন বসু’র নাম পর্যন্ত শোনেননি বলে এবার পাল্টা আক্রমণ অরূপের।

হাওড়া , ২ ডিসেম্বর:- বুধবার সকালে মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডে “চায়ে পে চর্চা” কর্মসূচিতে এসে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সকালেই এক সাংবাদিক বৈঠকে সায়ন্তনবাবুর সেই কটাক্ষের কড়া জবাব দেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তৃণমূল নেতাদের দুয়ারে দেখলে জনগণ তাদের গাছে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে দেবে বলে এদিন সায়ন্তনবাবু যে মন্তব্য করেন তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, “এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো রুচি আমার নেই। বাংলার মানুষ জানেন তৃণমূল কর্মীদের সঙ্গে মানুষের যোগাযোগ প্রতিদিন প্রতি মুহুর্তের। আমি নিজেও প্রতিদিন জনসংযোগ রাখি। বিজেপি একটা উশৃংখল দল। এরা মানুষকে মিথ্যে বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বাংলার মানুষ সেটা মেনে নেবেন না।” দুয়ারে সরকার কর্মসূচিকে মরণকালে হরিনাম বলে যে কটাক্ষ সায়ন্তনবাবু করেন তার উত্তরে অরূপ রায় বলেন, “সেটা ভবিষ্যৎ বলবে। তবে যিনি এই মন্তব্য করেছেন তাঁর নাম আমি অতীতে কোনওদিনি শুনিনি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সায়ন্তন বসু’র নাম আমি কোনওদিন শুনিনি। উনি বাংলার জন্য কতটা উৎসর্গ করেছেন জানা নেই। কুকথা বলাই বিজেপির সংস্কৃতি।” তৃণমূলের যে নেতা যত কাটমানি নিয়েছেন সেই নেতার ততটা দাওয়াই নিয়ে বিজেপি নেতার বক্তব্য প্রসঙ্গে অরূপ রায় বলেন, “চালুনি আবার সূচের বিচার করছে। হাজার হাজার কোটি টাকা যাদের সাহায্যে বিদেশে চলে গেছে তাদের মুখে একথা শোভা পায়না।” এদিন শুভেন্দু প্রসঙ্গে অরূপ রায় বলেন, “শুভেন্দু দলের সম্পদ। শুভেন্দু দলে থাকবে এটাই স্বাভাবিক। এর থেকেই প্রমাণ করে তৃণমূল কংগ্রেস বাংলায় ঐক্যবদ্ধ রয়েছে।”