এই মুহূর্তে জেলা

বালিতে পোস্টার ব্যানারে বিতর্ক , অস্বস্তি শাসক শিবিরে।


হাওড়া , ১ ডিসেম্বর:- বালিতে ফের পোস্টার ব্যানার ঘিরে শাসক শিবিরে চাঞ্চল্য। বালি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ওই পোস্টার ব্যানারগুলি লাগানো হয়। যেখানে তৃণমূল কর্মীরা বহিরাগত প্রার্থীর পরিবর্তে এলাকার মানুষকে প্রার্থী করার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোর কাছে। মঙ্গলবার সকালে বালি, বেলুড় এবং লিলুয়ার বিভিন্ন দেওয়ালে লাগানো পোস্টার এবং ব্যানারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এখানে ‘বহিরাগত’ হিসেবে বালির বিধায়ককেই কার্যত নিশানা করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

পোস্টার ব্যানারে লেখা রয়েছে বালির সক্রিয় তৃণমূল কর্মীদের মাননীয় দিদির কাছে অনুরোধ আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোনও বহিরাগত নয়, বালির মানুষকেই দলের প্রার্থী হিসেবে চাই। এই প্রসঙ্গে বালি ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলার তফজিল আহমেদের কথায়, উনি এই ব্যানার পোস্টারের বিষয়ে কিছুই জানেন না। তবে এই দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের। যেহেতু বালির বিধায়ক এলাকায় থাকেন না তাই প্রয়োজনে অনেক সময়েই ওনাকে পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি।