এই মুহূর্তে খেলাধুলা

আইএসএল-কে লড়াইতে হারিয়ে দিতে চলেছে আই লিগ

প্রসেনজিৎ মাহাতো, ৩০ নভেম্বর:- আইএসএল-কে টক্কর দিতে চলেছে আই লিগ। চলতি আইএসএলে যা নেই, সেটাই এবার হতে চোখেছে আই লিগে। আই লিগের মূলপর্ব নিয়ে বেশি সতর্ক সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং রাজ্য ফুটবল সংস্থা আইএফএ। জৈব বলয়ে দলগুলিকে রেখে নতুন বছরের শুরুতে হবে আই লিগ। এআইএফএফের তত্ত্বাবধানে আইএফএ পরিকল্পনা নিয়েছে, আসন্ন আই লিগের জন্য তৈরি হবে মেডিক্যাল হাব। দু–তিনটে হোটেল মিলিয়ে থাকবেন ফুটবলাররা। তারমধ্যে যে কোনও একটি হোটেলে তৈরি হবে মেডিক্যাল হাব। করোনা কালে দেশের প্রথম স্পোর্টিং ইভেন্ট হয়েছিল দ্বিতীয় ডিভিশন আই লিগ। তা ছিল অল্প কয়েকদিনের টুর্নামেন্ট। কিন্তু আই লিগ দীর্ঘদিন ধরে চলবে।

ফুটবলারদের চোট–আঘাত বিশেষ করে করোনা সংক্রমণের কথায় মাথায় রেখেই মেডিক্যাল হাবের ভাবনা। হোটেলের মধ্যেই ফুটবলাররা চিকিৎসা করানোর সুযোগ পাবেন। চিকিৎসকদের দল সর্বক্ষণ হোটেলে থাকবে। ইসিজি, ইকো, এক্সরে, করোনার আরটিপিসিআর টেস্ট, অক্সিজেন সিলিন্ডার–সহ প্রাথমিক পর্যায়ের সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে হোটেলেই। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন, ‘সম্ভবত প্রথম রাজ্য সংস্থা হিসেবে মেডিক্যাল হাব তৈরি করে খেলা হবে। ফুটবলারদের নিরাপত্তা প্রাধান্য দেওয়া জরুরি। জৈব বলয়ের মধ্যে ফুটবলাররা চিকিৎসার সুযোগ পাবেন। তাছাড়া শহরের বিভিন্ন হাসপাতালের সাথেও আমাদের টাই–আপ থাকবে।’