এই মুহূর্তে কলকাতা

এবার এক ক্লিকেই বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন ভোটার আইডি কার্ড।

কলকাতা , ২৯ নভেম্বর:- ভোটার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক পরিচয়-পত্র। কিন্তু অনেক সময় তা করব করব করে করা হয় না। শুধু তাই নয়, ভোটার আই-কার্ড হারিয়ে গেল কিংবা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। কিন্তু অনেক হ্যাপা বলে তা করে ওঠে না অনেক সময়েই। কিন্তু সেই হ্যাপা থেকে মুক্তি দিতে অসাধারণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এবার থেকে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন ভোটার আইডি কার্ড। শুধু বানিয়ে ফেলাই নয়, ভোটার কার্ড এক্সচেঞ্জ করা, ঠিকানা বদল সবকিছুই করা যাবে শুধুমাত্র এক ক্লিকেই…..!! প্রথমে আপনাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট http://www.nvsp.ইনে যেতে হবে।আর এবার আপনাদের রেজিস্ট্রেশান ফর নিউ ভোটার আইডি কার্ড অপশানে ক্লিক করতে হবে।

কিংবা due to shifting from another constituency – তে ক্লিক করতে হবে। আর এবার আপনাদের সামনে ফর্ম ৬ ওপেন হবে, আর এই ফর্মটি আপনাদের ফিলআপ করতে হবে। এখানে আপনারা ভাষার অপশানে আপনারা আপনাদের পছন্দের ভাষা বাছতে পারবেন। আর এবার ফর্ম ফিলআপ করুন। ফর্ম সাবধানে ফিলআপ করবেন কারন এখানে যা লিখবেন তাই আপনার ভোটার আইডি কার্ডে দেখা যাবে।এখানে আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন- ছবির স্ক্যান্ড কপি, বয়সের প্রমান পত্র, আর ঠিকানারা প্রমান।আপনাদের আবেদন করার পরে ইলেকশান কমিশনের অফিসার আপনারা ডকুমেন্ট দেখবেন।আর যদি সব কিছু ঠিক থাকে তবে ১ মাসের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড আপনার বাড়িতে পোস্ট করে দেওয়া হবে।