এই মুহূর্তে জেলা

সাত দফা দাবিতে বাম কংগ্রেসের ডাকে চলছে ভারত বন্ধ হুগলিতে।

সুদীপ দাস , ২৬ নভেম্বর:- আয়করদাতা নয়, এমন সব পরিবারকে ১০ হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে, সেইসমস্ত পরিবারকে মাসিক ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে, নিত্তপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে সহ একগুচ্ছ দাবীতে আজ দেশব্যাপী সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। তাঁদের দাবীকে সমর্থন করেছে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসও। আজ হুগলি জেলায় ধর্মঘটের বিক্ষিপ্ত ছবি আমাদের ক্যামেরায়। সকালে হুগলি স্টেশনে রেল অবরোধ করে এসএফআই ও সিপিএম। অবরোধের জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ ও ডাউনে বেশ কিছু ট্রেন আটকে পরে। রেল পুলিশের সামনেই চলে অবরোধ।

প্রায় আধঘন্টা পর নীট পরীক্ষার্থীদের কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে চুঁচুড়া শহরের একাধিক বাজার সকাল থেকেই বন্ধ। চকবাজার, টায়ারবাগান বাজার, কৃষ্ণপুর বাজার বন্ধ রয়েছে। বনধকারীরা টহল দিচ্ছে বিভিন্ন বাজারে। ব্যান্ডেল মোড়ে জিটি রোড অবরোধ করে বাম ও কংগ্রেস। এদিন সকালে শ্রীরামপুরে রেল লাইনের উপর বসে পরে রেল অবরোধ করে বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা। এর ফলে জেলার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে বহু ট্রেন। এরপর শ্রীরামপুর, কোন্নগর, হিন্দমোটর সহ বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সকাল থেকেই মিছিল করে বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। চন্ডিতলা বাজারে ধর্মঘট সমর্থকরা রাস্তায় নেমে যানবাহন বন্ধ করল।