হুগলি , ২৬ নভেম্বর:- কৃষিবিলের সুফল বোঝাতে সিঙ্গুরের আনন্দনগরে মাঠে কৃষকদের সাথে কথা বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কৃষি বিল নিয়ে বিরোধীদের প্রচারের পাল্টা ময়দানে নেমেছে বিজেপি। আজ সিঙ্গুরের গ্রামে গিয়ে লকেট চাষীদের সঙ্গে কথা বলেন। লকেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কৃষক সুরক্ষা বিল মোদিজী তৈরী করেছেন। বাংলার কৃষকরা এটা সর্বত ভাবে সমর্থন করেছে। কিন্তু বাংলার কৃষককে সেই সুযোগ দিচ্ছে না রাজ্য সরকার। বিশেষ করে সিঙ্গুর। জানেন ঐতিহাসিক সিঙ্গুর, পরিবর্তনের মুখ ছিলো এই সিঙ্গুর। সিঙ্গুরের কৃষকদের উপর ভর করে তারা আজ নেতানেত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু সিঙ্গুরের কৃষকদের একই রেখে দিয়েছেন।
২০১১ তেও মাটির বাড়ি ছিলো ২০২০ তেও মাটির বাড়ি তাদের কিছু হয়নি। এই সিঙ্গুরে বিজেপি জয়লাভ করেছিলো ২০২১ সালেও জয়লাভ করবে। কৃষক সম্মান নিধি আয়ুষ্মান ভারত দেননি শুধু ভোটের জন্য ব্যবহার করেছেন। মোদিজি কৃষকের সঙ্গে আছেন আমরা সবাই সঙ্গে আছি। সিঙ্গুরে কৃষি হবে বলে শিল্প আসতে দেওয়া হয়নি।আমরা চাই কৃষিও থাকুক শিল্পও আসুক। বেকার ছেলেরা কাজ পাবে। সিঙ্গুর থেকেই তৃনমূলের উত্থান সিঙ্গুরেই পতন হবে। আন্দননগরের চাষী লক্ষ্মীনারায়ন দাসের বাড়ির মাটির দাওয়ায় বসে দুপুরের আহার সারেন লকেট সহ বিজেপি কর্মিরা।