এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে টাটার জমি দিদিমনির শাড়ির মতো সাদা হয়ে যাচ্ছে – দিলীপ ঘোষ।

হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের প্রবর্তক আশ্রম ঘুরে দেখলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত চন্দননগরের প্রবর্তক আশ্রম পরিদর্শন করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন চন্দননগরের অনেক ইতিহাস আছে, এখানে বহু জ্ঞানী গুণী মানুষ আসতেন। তবে সেইসব মনীষীদের স্মৃতি বিজড়িত স্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কিছু ভাবছেনা।বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই অবস্থার অবশ্যই পরিবর্তন হবে। চন্দননগরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন এই বাংলায় কোনো উন্নতি হচ্ছেনা।

যেখানে বাইরের রাজ্যে আইপিএস, আইএএস তৈরি হচ্ছে সেখানে এই রাজ্যে পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ৮০ শতাংশ মানুষকে ২ টাকা কিলোর চাল দিচ্ছে সেটা আসলে মানুষকে গরিব করে রাখছে। রাজ্যে শিল্প করার কোনো উদ্যোগ নেই রাজ্যের। সিঙ্গুরে গেলে দেখা যায় যেখানে অন্যান্য জায়গায় কৃষি হচ্ছে শিল্প হচ্ছে সেখানে সিঙ্গুরে টাটার জমি দিদিমনির শাড়ির মতো সাদা হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাবি নিয়ে ঘোরেন কিন্তু সেটা কারখানা খোলার জন্য না বন্ধ করার জন্য। চারিদিকে মেলার উদ্বোধন করছেন কিন্তু একটাও শিল্পের উদ্বোধন করতে পারছেন না। এদিন চন্দননগর থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।