হুগলি , ১৯ নভেম্বর:- পৃথিবী বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বিশাল বিশাল প্রতিমার সাথে সকলের নজর কাড়ে চন্দননগরের আলোকসজ্জা। কিন্তু এবার করোনা আবহে অনেকটাই ফিকে বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বৃহস্পতিবার চন্দননগরের পুজোর পঞ্চমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে জনজোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চন্দননগরের দুটি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি। চাউলপট্টি ও চুনাগলি পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী, অভিনেতা সুমন। এদিন পুজো উদ্বোধনে এসে বাম কংগ্রেস জোট ও তৃণমূল সরকারকে একসাথে আক্রমণ করেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন বাম কংগ্রেস একসাথে হয়ে লড়াই করেও কিছুই করতে পারবেনা। পশ্চিমবঙ্গে তলায় তলায় তৃণমূলের সাথে হাত মিলিয়ে কথা বলছে বাম কংগ্রেস। এমনিতেই বাংলায় সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে ২০২১ এ আরো মুছে যাবে। এদিন দিলীপ ঘোষ আরো বলেন বিজেপিকে আটকাতে তৃণমূল,সিপিএম ও কংগ্রেস হয়তো এক হয়েও লড়তে পাড়ে কিন্তু বিজেপিকে আটকাতে পারবেনা। বিজেপি রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে চায়না বলেও জানান দিলীপ ঘোষ। তিনি বলেন ২০২১ এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে।