এই মুহূর্তে খেলাধুলা

ভিকুনার বিরুদ্ধে গর্জন হাবাসের , জোড়া স্প্যানিশ মগজাস্ত্রের লড়াই।

প্রসেনজিৎ মাহাতো , ১৯ নভেম্বর:- কিবু ভিকুনা বনাম মোহনবাগান। সন্দেশ ঝিঙ্ঘান বনাম কেরালা ব্লাস্টার্স। জোড়া স্প্যানিশ মগজাস্ত্রের লড়াই। শুক্রবার মণ্ডোবী নদীর তীরে আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ডুয়েলের বাইরেও এরকম কিছু দ্বৈরথ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হাইভোল্টেজ ম্যাচ। দুই কোচের কাছেই সম্মান রক্ষার ম্যাচও বটে। কারণ, গত মরশুমে কেরালার বিরুদ্ধে দু’বার জিততে পারেননি হাবাস। অপরদিকে পুরনো দলের বিরুদ্ধে জিততে মরিয়া কিবু ভিকুনা। দুই স্প্যানিশ সেনাপতির লড়াই উপভোগ করার জন্য তৈরি হচ্ছেন সমর্থকরা। হাবাস বলে দিচ্ছেন, ‘গত মরশুমে কী হয়েছে, ভুলে গিয়েছি। নতুন ভাবে শুরু করতে চাই।’ কিবু ভিকুনাকে শ্রদ্ধা করেও তঁার প্রতি হুঙ্কার দিচ্ছেন। হাবাসের কথায়, ‘ভিকুনা মোহনবাগানকে আই লিগ জিতিয়েছে। দারুণ পারফরমেন্স করেছে। ওকে শ্রদ্ধা করি।

কিন্তু মনে রাখতে হবে এটা অালাদা টুর্নামেন্ট।’ জৈব বলয় নিয়ে বিশ্বের নানা প্রান্তের অনেক ক্রীড়াবিদই বিরক্ত। একঘেয়ে বিষয়টা মেনে নিতে পারছেন না। এই প্রসঙ্গে হাবাস বলছেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে বায়ো বাবল সবার জন্যই কঠিন। পরিবারের সঙ্গে থাকা খুব জরুরি। এতে মন চনমনে থাকে। কিন্তু কিছু করার নেই। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’ কেরালার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবলেই জোর দিচ্ছেন হাবাস। ৩–৪–৩ ফর্মেশনে সম্ভবত দল সাজাবেন। ফরোয়ার্ডে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের সঙ্গে সুসাইরাজকে জুড়ে দিতে পারেন। এই সুসাইরাজের চটোরা গতি রয়েছে। এই গতিটাই কাজে লাগাতে চান তিনি। সহজে ছেড়ে দেওয়ার বান্দা নন কিবু ভিকুনাও। বলে দেন, ‘মোহনবাগান সবসময় আমার হৃদয়ে থাকবে। ওরা প্রায় একই দল রেখেছে। আমর ছেলেরা কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত।’