এই মুহূর্তে কলকাতা

আমফানে রাজ্যকে আরো ২ হাজার ৭০৭.৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

কলকাতা , ১৩ নভেম্বর:- আম্ফান বিধ্বস্ত রাজ্যের ক্ষতিপূরণ ও পুনর্গঠন খাতে কেন্দ্রীয় সরকার আরও আড়াই হাজার কোটি টাকা র বেশি অর্থ সাহায্য মঞ্জুর করেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি শুক্রবার এ রাজ্যের সঙ্গে আরও পাঁচটি রাজ্যকে ঘূর্ণিঝড়, বন্যা ও ধসের মোকাবিলার জন্য প্রায় ৪ হাজার ৩৮১ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে ২ হাজার ৭০০ কোটি টাকা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে রাজ্যকে এক হাজার কোটি টাকা অর্থসাহায্য দিয়েছিলেন।

চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় আম্ফানে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। করোনা প্রাদুর্ভাবের জেরে লকডাউন বাংলায় প্রাণহানি তেমন না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই। পশ্চিমবঙ্গে জন্য ২ হাজার ৭০৭.৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে শাহের নেতৃত্বাধীন কমিটি। অন্যদিকে, আমফান বিপর্যস্ত ওড়িশার জন্য বরাদ্দ হয়েছে ১২৮.২৩ কোটি, মহারাষ্ট্রে আছড়ে পড়া ‘নির্সগ’ ঘূর্ণিঝড়ের জন্য বরাদ্দ করা হয়েছে ২৬৮.৫৯ কোটি। এছাড়াও, বন্যা ও ভূমিধ্বসের জন্য কর্ণাটককে ৫৭৭.৮৪ কোটি টাকা, মধ্য প্রদেশের জন্য ৬১১.৬১ কোটি এবং সিকিমের জন্য ৮৭.৮৪ কোটি টাকা অনুমোদিত হয়েছে