হাওড়া , ১২ নভেম্বর:- প্রায় আট মাস পরে বুধবার থেকে চালু হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিন থেকেই হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল সেই চেনা ভিড়ের ছবি। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও সেই ছবিই লক্ষ্য করা গেছে। অফিস টাইমে এদিনও যাত্রীদের ভিড় রয়েছে। রেল পুলিশ, আরপিএফ রয়েছে স্টেশনে। মাইকে প্রচার থেকে ভিড় নিয়ন্ত্রণ করছে তারা। উল্লেখ্য, বুধবার ১১ নভেম্বর থেকে চালু হয় লোকাল ট্রেন।
প্রথম দিন থেকেই সকালের দিকে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া লোকালে কম সংখ্যক যাত্রী চোখে পড়লেও অফিস টাইমে হাওড়ায় আসা ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় চোখে পড়েছিল। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও এর ব্যতিক্রম হয়নি। প্রতিদিনই রেলের তরফে হাওড়া স্টেশনে জীবাণুনাশের কাজ করা হচ্ছে। কোভিড আইন মেনেই যাত্রীদের সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কাউকেই ট্রেনে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। থার্মাল স্ক্যানিং করা হচ্ছে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে। আইসোলেশন রুম প্রস্তুত রাখা হয়েছে। ভিড় এড়াতে রেল পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। হুইসেল বাজিয়ে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করছে আরপিএফ।