এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ১২ নভেম্বর:- গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে। এই সময় নতুন করে তিন হাজার ৮৫৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ২০ হাজার ৮৪০ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৮১ হাজার ১৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪ হাজার ৪৫৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৫৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১১ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৭ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৫০৬ জন। যার মধ্যে ২ হাজার ৩৮০ জন কলকাতা ও এক হাজার ৭৩৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩২ হাজার ১৮৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০ লাখ ৫১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হলো।