এই মুহূর্তে জেলা

তৃণমূলে থাকো , না হয় বিজেপিতে যাও ; দু’জনের সাথে প্রেম কোরোনা , নাম না করে শুভেন্দুকে ইঙ্গিত কল্যাণের।

সুদীপ দাস , ১০ নভেম্বর:- মঙ্গলবার ব্যান্ডেল সাহেববাগানে আয়োজিত তৃণমূলের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কল্যান বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন ওই এলাকা ভারতীয় রেলের আওতায় রয়েছে। যদিও স্বাধীনতার পর থেকে সাহেববাগান, সাহেবপাড়া, ক্যান্টিন বাজার, পীরতলা প্রভৃতি এলাকায় বহু মানুষ বসবাস করতে শুরু করেন। সম্প্রতি সেই সমস্ত মানুষদের উচ্ছেদের উদ্দেশ্যে নোটিশ ঝোলায় রেল। যার বিরুদ্ধে সবার প্রথমেই সরব হন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন মূলতঃ অসিতবাবুর আয়োজনেই রেল কলোনী উচ্ছেদের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। যেখানে সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন

বেচারাম মান্না, তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব, ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত প্রধান রীতু সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন কল্যানবাবু। তিনি বলেন মোদি যাকে জড়িয়ে ধরেন তিনিই সরে যান। মোদি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে গলা জড়িয়ে ধরেছিলেন উনিও সরে গেলেন। পাশাপাশি ব্যান্ডেলের ওই এলাকায় হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এলে তাঁকে ঘেরাও করার নিদান দেন সাংসদ। এদিন কল্যানবাবু দাবী করেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি বাংলার মুখ্যমন্ত্রীর পদে আসীন থাকবেন।