এই মুহূর্তে কলকাতা

সংক্রমণ থেকে সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ৯ নভেম্বর:- গত ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক চার হাজার তিনশো জনেরও বেশি মানুষ করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। সংক্রমণ থেকে সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে। এই সময় নতুন করে তিন হাজার ৯০৭ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৯ হাজার ২২১ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৬৭ হাজার ৮৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪ হাজার ৩৯৬ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৫৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৪ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৩ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৩৫০ জন। যার মধ্যে ২ হাজার ৩৩৬ জন কলকাতা ও এক হাজার ৬৯৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ৩৪ হাজার ২১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৯ লাখ ৫৯ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলো।