এই মুহূর্তে খেলাধুলা

অজি সফরে যাচ্ছেন রোহিত , জানিয়ে দিল ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে ফিরবেন ‘ফিট’ রোহিত শর্মা। রোহিত শর্মা সম্পূর্ণ ফিট নন। এই কারণ দেখিয়েই তাঁকে অজি সফরের জন্য ভারতীয় দলের বাইরেই রেখেছিলেন নির্বাচকরা। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, কোনও দলেই জায়গা হয়নি হিটম্যানের। কিন্তু দল ঘোষণার পরের দিনই দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দিব্যি নেট প্র্যাকটিস করছেন রোহিত। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, ‘ফিট’ থাকা সত্ত্বেও কেন রোহিতকে দলে রাখা হল না? সুনীল গাভাসকর-সহ একাধিক প্রাক্তনী রোহিতকে (Rohit Sharma) দলে অন্তর্ভূক্ত করা নিয়ে সওয়াল করেন। তবে রোহিতের অজি সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছিল না। সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, রোহিত ফিট থাকলে তিনি নিশ্চয়ই খেলার সুযোগ পাবেন। অবশেষে সোমবার সব ধোঁয়াশা দূর হল।

বোর্ডের তরফে জানানো হয়, রোহিতকে পর্যবেক্ষণে রাখছে দলের মেডিক্যাল টিম। তাঁদের পরামর্শ মতোই রোহিতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে। তবে বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনি খেলবেন। একইসঙ্গে জানানো হয়, ইশান্ত শর্মা আবার বেঙ্গালুরুর রিহ্যাবে রয়েছেন। ফিট হলে তিনিও দলে ডাক পাবেন। পাশাপাশি বিসিসিআই এদিন এও জানিয়ে দিল, শীঘ্রই বাবা হতে চলা বিরাট কোহলি একটি টেস্ট খেলেই দেশে ফিরবেন। গত মাসেই অ্যাডিলেড টেস্ট খেলে বাড়ি ফেরার অনুমতি চেয়েছিলেন ভারত অধিনায়ক। এদিন বোর্ড তাঁকে অনুমতি দিল। চোটের কারণে ছিটকে যাওয়া বরুণ চক্রবর্তীর জায়গায় ডাক পেলেন তরুণ বোলার টি নটরাজন। তবে চোটের জন্য অজি সফরে যাওয়া হচ্ছে না কমলেশ নাগারকোটির।