এই মুহূর্তে কলকাতা

চাষের মাঠে ফসলের গোড়া পোড়ানো রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

কলকাতা , ৬ নভেম্বর:- আসন্ন শীতের মরশুমে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে চাষের মাঠে ফসলের গোড়া পোড়ানো রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। রাজ্যের কৃষি ও পরিবেশ দপ্তর যৌথভাবে শস্যক্ষেত্রের আবর্জনা পোড়ানো থেকে ছড়িয়ে পড়া দূষণ আটকাতে প্রচারাভিযান শুরু করছে। কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার নির্বাচনী এলাকা রামপুরহাট থেকে এই অভিযান শুরু করা হয়েছে। জেলায় জেলায় কৃষি দপ্তরের আধিকারিকেরা কৃষকদের সঙ্গে কথা বলে তাদের ফসলের গোড়া পোড়ানোর কুফল সম্পর্কে সচেতন করবেন।

বিশিষ্ট জন এবং বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা সভা সেমিনার ইত্যাদির আয়োজন করা হবে। এ ব্যাপারে কৃষকদের সচেতনতা বাড়াতে ব্যাপক ভাবে প্রচাাভিযান চালানোর পাশাপশি অ্যাপ এর মাধ্যমে নজরদারি চালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, আইআইটি দিল্লির গবেষকদের সহায়তায় এই অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কলকাতা এবং সংলগ্ন হুগলি হাওড়া বর্ধমান এর মত জেলায় শস্যক্ষেত্রের আগুন চিহ্নিত করা যাবে। এ ধরনের ঘটনার খোঁজ মিললে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হবে। বিধি ভঙ্গ কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সংস্থান থাকছে।