এই মুহূর্তে জেলা

কালীপুজোর প্রাক্কালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান , হাওড়ায় উদ্ধার শব্দবাজি , গ্রেফতার ১।

হাওড়া , ৪ নভেম্বর:- কালিপুজো ও দীপাবলীর প্রাক্কালে বাজি উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি) এবং দাসনগর থানা যৌথভাবে হানা দিয়ে ইছাপুরের একটি দোকান থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। এই শব্দবাজি সংগ্রহ, বিক্রি এবং সরবরাহের অভিযোগে পুলিশ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর , ধৃতের নাম অরূপ সাউ(৪২)। হাওড়ার জগাছার ইছাপুরের বাসিন্দা তিনি।

কিছুদিন ধরে ওই এলাকায় বেআইনি নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপর ইছাপুর জলের ট্যাঙ্কের কাছে একটি দোকানে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৬০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অরূপ নিষিদ্ধ শব্দবাজি বেআইনিভাবে গুদামজাত করে তা অন্যত্র বিক্রি করতেন। বাজি বিক্রির প্রয়োজনীয় নথি তিনি দেখাতে পারেননি। বিনা লাইসেন্সে তিনি নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। উদ্ধার হওয়া সমস্ত নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।